পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বন্ধু সভা (প্রথম আলো) এর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ক্যাম্পাসে সহমর্মিতার ঈদ উদযাপনে স্বল্প পরিসরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ মার্চ সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন খাজা জাকারিয়া আহমদ চিশতী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতর আলী, প্রক্টর মোঃ শাকিল হোসেন, ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ নাজমুল হক, পরিবহন প্রশাসক মোঃ খালিদ হাসান, উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম, এস্টেট অফিসার মোঃ নজরুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পুণ্ড্র বিশ্ববিদ্যালয় বন্ধু সভা (প্রথম আলো) সাংগঠনিক সম্পাদক রুথ চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
- March 25, 2024
- PUB